সেদিনের দীর্ঘ কথোপকথনে একবার ও কি কানে বাজে নি
এপ্রান্তে ভাঙ্গনের আওয়াজ -----??
দুঃখকে মেরে কেটে বালিশচাপা রেখে ,
তোমার সুখের সঙ্গী হয়েছিলাম ,অথচ-
সে-ই আমায় পরম মমতায় টেনে নিল বুকে আজ !
তোমার ভাঙ্গনমুখী সদিচ্ছার পাল্টা জবাব দিতে
কলমে ঢুকিয়েছিলাম নীল ভাইরাস ------ !
কিন্তু না, আজ মন অভয়ারন্য......।
রণক্লান্ত সৈনিক চায় স্বেচ্ছা অবসর ,
চাইছে সবুজ প্রান্তরে নরম ঘাসের মখমলি আবিলতা ;
দিগন্ত জুড়ে প্রার্থনার সুরেও দৈব ইশারা বেলাশেষে রাঙ্গা আলোয়......।