১
ফিরে পেলাম চেতনা , অনেকদিন তো সম্মোহিত ছিলাম ------!!
যদিও ভালোই ছিলাম , --- -এবার সংসারী হব ।
***************
২
সেদিন বেদনার নীলে নীলরং ঢেলে ইচ্ছেমত আকাশ আঁকলাম ক্যানভাসে ;
আজ শুনি নীলামে দর উঠছে ছবিটার জন্য !
****************