১
ভালবাসার আধারে পড়ে আছে শুধুই মৃত সম্পর্কের পোড়া ছাই,
খুঁজলেই পাবে অভিমানী অস্থিটা .........
তার বিসর্জনের অপেক্ষায় আছে কোনো ঘাট ।
****************************************
২
অপ্সরাদের বুঝি বয়স বাড়ে না , মনের ও তাই ।
তবে কি মন অপ্সরা উর্বশী ?
দুর্ , অপ্সরাদের তো মনই থাকে না...তবে?
****************************************
৩
বেদুইন কন্যা আমি , ভালোই জানি , বুঝি মরুভুমির মন ------
তোমার মনে তো মরুভুমি ছিলোই না কোনদিন !
তবে কেন ডেকে আনলে? কেন এই ছলনা? মিথ্যা প্রহসন ??