রুদ্র , নামটা শুনলেই জাগে শিহরন !
কেন জানি থাকি অপেক্ষায় ---
দেখা হবে কোনদিন কবিতায় ,
প্রতিদিনের ভাবনায় মিশে গেছে সে,
দেখি নি কখনো তবু আশায় থাকি ,----একদিন
ফুলের তোড়া হাতে মুখোমুখি , সম্মোহিত ,
আমার স্পর্ধা গলে যাবে , বিনয় আসবে ।
খোঁপায় ফুল আর আদিবাসী গয়নার সাজে
অভিমানী মুখটা পছন্দ হবেই জানি তার,
আড়চোখে দেখে নেব তার উচ্চতা , পুরুষালি গড়ন ,
কণ্ঠস্বর সুললিত হবেই, কবি বলে কথা ।
অপেক্ষায় আছি দেখা পাবো কাঙ্ক্ষিত পুরুষের
কোন এক দিন কোন এক নক্ষত্রসমাবেশে ।
হারিয়ে যাব কোন এক প্রবাল দ্বীপে মৎস্য কন্যার দেশে ......
সে যদি নিয়ে যায় ......!
মুক্তো চেনাবে সে আমায় ,
ভেবে পুলকিত ডালপালা-শেকড় ছড়ায় আমার বনসাই মন ।