রাখিস্ নে অন্ধকারে আবার ,
কতদিনই বা বাঁচবি তুই আর ?
ক্যান্সার তোর ছড়িয়ে পড়েছে শরীরে ,
আজকাল তো এ রোগ ওষুধে ও সারে ।
তবে তোরটা জটিল , অন্য কেস্ --------।
আজ দিনটা তোর সাথেই কাটাবো ,
শুধু তোর পছন্দের সব মেনু রাঁধবো ,
ছেড়ে চলে গেছিলেম বলে আক্ষেপ কিছু রাখিস্ নে মনে ,
যত কথা সব জমা পড়ে আছে কবিতায় লিখ্ একা আনমনে ।
কাব্যে ঝালটা ঝেড়েই দিস্,
নাহয় গাল-মন্দ করেই দিস্ ।
তোর জন্য রেঁধেছি পায়েস ,আলু -পোস্ত আর ভাপা ইলিশ -----!!
শেষপাতে খাস্ লেবুপাতা-ডাল -
ওটাতেই যে আছে কীটনাশা বিষ ...............।
তোর মৃত্যুর পর ছাপাবে এ বই ,
গোগ্রাসে গিলবে পাষাণীর গল্প সবাই ,
ভাবিস্ নে তুই মুক্তি পেয়ে গেলি , আমি যে আসছি তোর সাথে ,
তোর শেষাংশ ডাল গলায় ঢেলে , এবার মৃত্যুকে নিই মাথা পেতে।