স্বলপবসনা মেয়েটি হেঁটে চলেছে-
নিখুঁত মেক আপে সুন্দরী ব্যস্ত সেলফোনে ,
অনর্গল বার্তালাপ প্রিয়জনের সাথে ,
তাকে অনুসরন করছে পুরুষের দর্শকাম দৃষ্টি ,
খরতপ্ত দুপুরে এ হেন দৃশ্য প্রশান্তিদায়ক বটে ।
পাড়ার গলিতে খেলতে থাকা একদল ময়লা শিশু ,
নিতান্তই অসাবধানতায় ধাক্কা লাগে মখমলি মেয়েটির শরীরে,
উর্বর মেয়েটি তখন আদিম বর্বর নারী------
মুখে কদর্য গালি , নখ দিয়ে আঁচড়ে দিল নাগালে পাওয়া বাচ্চাটাকে,
ছত্রভঙ্গ রক্তাক্ত শিশুর দল ,
মেয়েটি আবার হেঁটে চলেছে ,যথারীতি বার্তালাপ ,ওপ্রান্তে প্রিয়জন ;
ঘটনা কিছুই নয়,তবু এ নিয়ে করেই ফেল্লাম একটু- আধটু কাব্য।
আকস্মিকতায় বোবা হয়ে গেছে মন ----!!
প্রশ্ন জাগে ''প্রগতির পথে কি আমরা ?
যদি বল '' হ্যাঁ'' তবে ঘটনাটা কি ছিল ? দুর্ঘটনা?