ঈশ্বর নির্দেশিত পথেই তো চলছি ।
সত্যের শপথ নিয়ে প্রতিদিন সত্যকে সঙ্গী করেই পথচলা --
উগ্রবাদী নারীর কুহক আমায় স্পর্শ করে নি,
সযত্ন মিথ্যাচার আর অন্যায় দেখলেই গর্জে ওঠা মন
আর ব্যস্ত সংসারে দশভুজা আমায় তুমি
সাধারণ নারী রূপেই তো পেয়েছ আবেশে ,অনুভবে ,
তবু কেন প্রশ্ন এত মনে ?
শান্তির প্রলেপ দেই কপালে কোমলহাতে তবু
ভ্রুযুগল ঊর্ধ্বগামী বাঁকাধনুক ?
আমার রূপ তোমার অহঙ্কার ছিল একদিন ,পুড়েছ নিয়ত আগুনে,
কবিতায় ভালবাসার অর্ঘ্য দিলাম কতবার ,
তবে আজ তোমায় বলি ওগো প্রিয়তম --
আমার রূপ ,আর কাব্য-রচনা,পরিচিতি সব তোমায় দিলাম --সামলে রেখো ,
এসবই মোহ-আবরন ,বর্ম-সাজ -----
ভেতরের নারীটি চায় শুধুই সখ্যতা আর শতজনমের ভালোবাসা ।
---পারবে কি দিতে ??