ওগো , তোমার একটা দিন শুধু আমায় দিয়ো -----
ঠিক তখন থেকে যখন রাত হারায় দিনের কোলে ।
বাহুবন্ধন চাইবো না,শুধু মাথা রাখি বুকে , সন্মোহিতের মত শুনবো তোমার
প্রতিটি নিঃশ্বাসের ওঠা -পড়া , আঁচলে মুছে দেই কপালের বিন্দু বিন্দু ঘাম ,
হাত রাখি খোলা বুকে ,অনেকটাই রক্তক্ষরণ ঘটে গেছে এখান থেকে --
প্রিয় নও গো , পরিপূর্ণ শিশুর মত খাইয়ে দেব সযত্নে ,
তোমার আলতো ঠোঁট যখন ছুঁয়ে যাবে আমার আঙুলগুলো,
শিহরন ছড়িয়ে যাবে রন্ধ্রে রন্ধ্রে -------------
জানি এ ছবি কোনোদিন হবে না আঁকা জীবনের কানভাসে ,
ভাবতে ভাবতেই অশ্রুজলের বন্যায় সাফ হয়ে গেল রঙিন ছবিটা আমার
ছবি আঁকতে আঁকতে কখন যে ছবি হয়ে গেলাম বুঝতেই পারিনি ।