নিয়মিত জলসিঞ্চনে ভালোবাসার চারাগাছটি কচি সবুজ পাতা মেলেছে আবার ,
সযত্ন দোষারোপ আর অবিশ্বাসের আঘাতে সম্পর্কের ফাটল রোধে
হার মানি এসে অবেলায় ,
তোমার পুরু ঠোটে ছিল বিজয়ে্র হাসি --
পরাজয় মেনে ও তবু জয়ী আমার ভালোবাসা ।
মধ্যরাতের তর্জনগর্জনের জায়গায় এখন খুনসুটি ,
একের পর এক মানানসই বেসুরো গান ও আবেগে আবেশে
কিশোর - রফির সুরেলা কণ্ঠ হয়ে কানে বাজে ।
সুখী আলোয় শিহরিত প্রতিটি রোমকূপে নৈকট্যের আকুলতা ,
উপছে পড়া সুখে এলোখোঁপা ছড়িয়ে কেশ বাউল আর
বুকের আঁচল খসায় ঈশ্বরী রাত ,
চারাগাছটিতে আমার এমাসেই কলি আসবে বোধ হয় ............ ।