বড়ো অসহায় লাগে ------
যখন আমার দুর্বলতর মন বলে ,
----''সে নেই ,সে নেই ,সে কোথা ও নেই ,'
তার অস্তিত্বের প্রমানসাক্ষী লোপ করার জন্য
ছুটে যাই প্রায়ান্ধকার অরণ্যে ......
দেখি প্রতিটি বৃক্ষে তার পৌরুষের অহঙ্কার ,
প্রতিটি পাতায় তার সোহাগ অমলিন ------------
ঝরে পড়ে আমার কপালে , গালে ,
ছুটে যাই কোনও দুর্গম পার্বত্য অঞ্চলে ,
কোনও উপকূল অথবা নির্জন দ্বীপ ,
সমুদ্র- সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে খুঁজি তার অবলুপ্তির চিহ্ন ।
তার ভালবাসার তাজমহল ভেঙ্গে গড়েছি সাধের পর্ণকুটির ,তপোবন
তারা ও বলে- ''সে আছে ,সে আছে মেয়ে ,কাছাকাছি তোর কোথাও ''--
মন্দিরের গায়ে স্থাপত্যে রেখেছি হাত ,সে ও অমনি বলে উঠলো -
'' ঠিক এই জায়গায় সে ও এসেছিল একদিন ।''
মরুভুমিতে ও তার সবুজায়ন উল্লাস ......!
পাগলের মত খুঁজি বালির স্তর কোথায় ?
চন্দ্র- সূর্য -তারা -আমার একফোঁটা আকাশ সব বিশ্বাসঘাতক
কেউ শোনে না আমার বোবা কঠিন - কান্নায় ভেঙে পড়া মন যখন বলে ------
'সে নেই , সে নেই , সে কোথাও নেই ,কাছে অথবা দূরে '
বড়ো অসহায় লাগে , বড়োই অসহায় আমি ।