আমি তো শুয়ে আছি ...রূপস্নাতা এক উপত্যকায়...
আমাকে ঘিরে অরন্যসৌরভ ,গুল্মলতার ভিড়
রুক্ষপ্রান্তরের যত আবিলতা ,
ঢেকে রেখেছে সবুজ আঁচলে শ্যামলিমা ...
তুমি কোথায় ...?
আমি বিলীন হয়ে আছি প্রাচীন কোন উপকথায় ...
কপালে উল্কি, বাজুতে শঙ্খিনী ,বল্কল, শৃঙ্গার--
আমায় ঘিরে গুহাচিত্র , শিলালিপি
প্রবাদের দেওয়াল-লিখন , তর্জমা ...
তুমি কোথায়?
আমি উজ্জীবিত আছি পূর্বজন্মের কোন জাতক-কথায়
সুললিত বসন ,ফুলমালা হার--
আমায় ঘিরে উৎকর্ষ ,উত্তরন,
তথাগতের পায়েসান্ন রেধেছিল যে নারী, আমি সেই সুজাতা...
তুমি কোথায় ?
আমি মূর্ত আছি তোমার কবিতায়, কথামালায় ...
আমি কি সেই আদি নারী রূপকথা?তিলোত্তমা?
তুমি যাকে কবিতায় করেছ বন্দী ...
সহস্র উপমার ভিড়ে আমি আজ এক উপমা
শুধু তোমার জন্যই , তোমার ,তোমার ...
কোথায় খুঁজি ?
অন্তর জুড়ে যে তুমি...