এ কেমন প্রেম আমার-
নয়ন আমার চায় না তোমায় আর দেখিতে;
অন্তরেও আজ নিখোঁজ প্রণয়,
কবিতার চয়নে চয়নে যে তুমি ছিলে,
পারিনা আর সেই সে তোমায় ছন্দে বাঁধিতে!
এ কেমন প্রেম আমার-
স্মৃতি সবই বিস্মৃত আজি,
স্বপনও আমার রুষ্ট বৈরাগী;
মনের গগনে অনন্ত আঁধার,
চাঁদ তারা আজ বিচ্যুত সবই!
এ কেমন প্রেমিক আমি-
বর্ষা বসন্ত বর্জন করে,
নিঠুর শীতে কবিতা লিখি!
এ কেমন কবি আমি-
পদ্যের ছন্দে পতন হেনে
গদ্যে মনের সুর তুলি!
তবুও তো কবি আমি,
কোথা যেন আছো তুমি-
অশরীরি, মায়াবীনি;
নিকষ এ আঁধারে তবুও জ্বলে জোনাকি-
জানি, আজো তোমারেই শুধু ভালবাসি!