সবই তো দেখো –
কপোলের এই মরা নদী দেখো না?
শুষ্ক অশ্রুধারা তো ভাটির তিস্তা এখানে!
সবই তো দেখো –
আমার চোখ দেখেছো কখনো?
ওখানের গঙ্গোত্রীও যে আজ তপ্ত মরুভূমি,
তৃষিত দৃষ্টিতে যে এক কাতর চাতক –
রাতজাগা ভুতুম প্যাঁচার ডাক ওখানে!
সবই তো বোঝো -
এতো বোঝো, কি কয় নয়ন আমার তা বোঝো না?

সবই তো দেখো –
আমার চোখ মুখ দেহ সবই –
আমাতে এই লাশ দেখো না?
নিথর এই প্রতীমার নিশ্চুপ মঞ্চায়ণ মন্ডপে,
ঢাক ঢোল শঙ্খ চারিপাশে সবই বাজে!
সবই তো শোনো,
সবই তো বোঝো -
এতো বোঝো, এই অন্তরে যে হৃদয় স্তব্ধ আজ তা বোঝো না?

আমার সবই তো দেখো,
আমাকেই শুধু দেখো না?

সবই তো বোঝো -
রাজনীতি, অর্থনীতি, রবীন্দ্রপদাবলী;
জানোও তো সবই –
ইন্দ্রাণী যে আজ যোগিনী হয়েছে এতটুকুই শুধু বোঝো না?