শীতবুড়ি ভাজে মুড়ি
কুয়াশার চাদর দিয়ে গায়
রামহরি স্নান করে
ঠান্ডা জল দিয়ে মাথায়
মেঝোপিসি দিবানিশি
ভাজে পিঠে ভাজে খই
বিনুগোয়লা দুধ দোয়
দুধ আনে পাতে দই
ছেলের দল কোলাহল
বনভোজন করতেযায়
সবুজ মাঠ বিকেল বেল
সবাই কে ডাকে খেলতে আয়