পথের ধারে ফুঁটে আছে
অসংখ্য,অচেনা,অনামি ফুল।
কিছু কিছু গুল্ম,কয়েকটা কুল
হাত ছানি দেয় মোরে
নদীর দু-কূল
ছড়িয়ে ছিটিয়ে আছে
মলিন বকুল।
কান পেতে শোনা যায়
ঝিঁঝিঁপোকার ডাক।
জমিটা বেচেছে বাপ
অতি গোপনে
মেয়েটার বিয়ে সামনের
                               অঘ্রায়ণে।