চুপ রাত অভিমান দরজায় কড়া নাড়ে
কথারা আজ শান্তি নিয়েছে দীর্ঘ শ্বাসে
বলো শূক তারা তুমি ছাড়িয়ে দিয়েছ
মহুল বাতাস ভোরের শালবনে
ইশারায় পাতারা ঝরেছে পলাশের বুকে
এ অহং সাজে লাল ফাগুন ছটায়
পিঠ সেঁকে নেওয়া ধু ধু মাঠ
ভার নামিয়ে মিশে গেছে গভীর
আর দেরি নয় দীর্ঘ চুম্বনের ।