এমনি আলো ডুবানো হাওয়া রাতে
বইছিল ঘাম রক্ত শরীর শরীর খাতে ।
অর্ধ বিশ্বাস-এলোমেলো ছুরি
তাই রোজ রোজ বিষ পান করি
তুমি পেয়ে গেছ সত্যের হলাহল
অন্যকে বিছিয়ে ক্লান্তির আঁচল ।
কি ভাবে ছড়িয়ে দাও চাহিদায়
প্রতীক্ষারা থাকে বিকাল বেলায় ।
আমি দুপুরের ক্লান্তিহারা শীতল
তুমি ওর অপেক্ষায় কলের জল
কেন নিলে।আমি ভিজিয়ে দিতে পারিনি
তোমার পাহাড় নদী উপত্যকা পাতাখানি।
আজ এঘর ওঘর এলোমেলো দাগ
জলপ্রপাতের ধারা স্থির হয়ে থাক।
কি ভাবে ভুলে যাই তোমার ওই চঞ্চলতা ?
মেনে নি কি করে অনায়াস প্রেমের বধ্যতা ?
আমি সরে গেছি অনন্ত শয্যায়
জুতো খানি তুলে রেখো প্রতীক্ষায়
ফিরে দেখা হবে না ঘোর বর্ষায় ।
তবু কখনো যদি আসে গ্রীষ্ম ছারখার
সাদা ওড়না খানি বেঁধে দেব আরবার ।
খাতড়া বাঁকুড়া প ব
13 04 2017