নিস্তব্ধ;
আর অস্ফুট কিছু আলো।
তারই মাঝে দিগ্বিদিক ছুটে চলা-
বিরামহীন কিছু শুঁয়োপোকা।
অমানিশার ছোঁয়ায় রাত্রির গভীরতা
পাগল করা হাসনাহেনার গন্ধ।
ঝিঁঝিঁ পোকাদের আজ ছুটি
দুএকটা জোনাকি এদিক সেদিক,
ক্রমশই বাড়ছে কালোর গভীরতা-
সব মিলেমিশে যেন একাকার
শুধু হাহাকার,
করি বারবার
যেন একবার
হোক তোলপাড়
তুমি আসো ফিরে-
আমার এই আঁধারিমায়।