বন্ধু মানে সাদা কাশফুল,
এক চিলতে বাতাসে ফুরফুরে দোল খাওয়া-
ভালবাসায় আরক্তিম
সব সীমা ছাড়িয়ে অসীম।
আমার চোখের নোনা জলে কাঁদবে যখন নদী
দুঃখ আমার হালকা হবে বন্ধু- পাশে থাক যদি।
কালো মেঘের ধুম্রজালে বৃষ্টি হলে খুব,
পথটি তুমি দেখিয়ে দিয়ো থেকো না নিশ্চুপ।
আকাশ পানে উড়ো চিঠি নাম ঠিকানাহীন,
বন্ধু মানে তোমার প্রতি আস্থা প্রতিদিন।
বন্ধু মানে মনের কথা সবি খুলে বলা,
বন্ধু মানে একই পথে সমান- সমান চলা।
বন্ধু মানে পাবার আশা ত্যাগ; দেবার পাল্লা ভারী,
বন্ধু মানেই এক কাপ চায়ে দুজন কাড়াকাড়ি।
আধেক তোমার আধেক আমার সবখানেতেই তাই,
বন্ধু মানে তোমার আমার বলতে কিছু নাই।
অনেক ক্ষোভে ফেটে পড়া আবার মায়ামুখ,
তুমি আমার পাশে আছো এইতো আমার সুখ।
সবার আগে পাই তোমাকে যখন আমি চাই,
তুমি আমার বন্ধু বলেই গর্ব করে যাই।