আমাকে আবার কবে ভালবাসবে প্রিয়তমা?
নিকোটিনের বিষে তিতিয়ে যাচ্ছে আমার শরীর।
ক্রমাগত ধোঁয়াটে হচ্ছে চারপাশ
ভুলে যাচ্ছি তোমার অবয়ব।
যদি আর কখনই না পড়ে মনে
ভ্রুর মধ্যিখানে তবু কাল টিপটা দিয়ো
নীল শাড়িটা পড়ো
কোন এক অবাক ভ্রমণে হাঁটব দুজন।

কোন রাতে যদি জ্যোৎস্না আবার ওঠে
সিঁড়ির ঘরে এসো,
আমি না হয় দূরেই থাকি
আকাশ ভালবেসো।

যদি কখনও বৃষ্টি আসে খুব
জলের ছটা মেখো,
হঠাত আমায় দেখতে পেলে
মুখ ঘুরিয়ে রেখো।
তবু বৃষ্টি ভালবেসো।

যদি খুব অভিমান হয়
অশ্রুতে যাও ভিজে,
আমি আসব সেদিন রাতে
হুতুম পেঁচা সেজে।
প্লিজ, তুমি ভয় পেওনা দেখে।

তোমায় ছাড়া রাত্রি দিবস
বড্ড বেমানান, নিষ্প্রাণ।
স্বপ্নরা ডুকরে কাঁদে, তোমাকে খোঁজে
তবু তুমি কিসের মোহে এলে না?
প্রিয়তমা, এমন তো কথা ছিল না।