রাত বাড়ে চুপিসারে অমানিশা ঘোর,
তবু কেন মনে পড়ে বারেবারে তোর।
অবেলার খেয়ালে ভ্রু মাখা চোখ,
তবু কত ভেবেছি কিছু কথা হোক।
শেকলের বেড়াজালে বাড়ানো সে হাত,
আলো আর আঁধারির কি ছিল তফাৎ?
রংচঙে মশালের আলো ভারী খুব,
খামোখাই চেয়ে আছি; আহা, অদ্ভুত!
ব্যাথাতুর ঘুণপোকা গুনগুন গায়,
আচমকা বাতাসে শুধু চমকায়।
এই আসে এই যায় বাতাসের বেগ,
ঘুরেফিরে নাচে শুধু সাদা-কালো মেঘ।
হুহু করা নিশাচর পাখিদের ভিড়,
দিনশেষে সবকিছু ভেঙে চৌচির।
মায়া বলে কিছু নেই ছায়াপথ সব,
জোর করে আয়নায় আঁকি অবয়ব।
মোড়কের আবডালে আমি আর নেই,
জানি তবু দিন শেষে চলতে হবেই।