কোন এক মিস্টি বিকেল তোমাকে দিয়ে বলেছিলাম
তোমার মন খারাপ করা আকাশটা নাহয় আমাকে দিয়ো।
বজ্র, বৃষ্টি, তুফান সব দিয়ো।
তবু তোমার মন খারাপ আমি চাইনি।
তুমি কাল মেঘের মত মুখ করে অভিমান করেছিলে!
মনে আছে সে কথা?
আমার সন্ধ্যে কেটে রাত্রি আসে
আকাশ কাঁপে বজ্র ত্রাসে
তবু চোখের কোণে স্বপ্ন ভাসে
কোন এক মিস্টি বিকেল,
দুজন মানুষ; আর এক কাপ অভিমানী চা।
যে বিকেলে তোমাকে বলেছিলাম,
তোমার মন খারাপ করা সন্ধ্যেটা আমার।
যে মেঘ তোমাকে কাঁদায় সে মেঘের জল আমার।
যে রাতে জোছনা নেই, সেই অমানিশা আমার।
এখন বৃষ্টি হলেই জানলার কাঁচ ঝাপসা হয়ে আসে,
তুমি ভেবো না, আমি ভালই থাকি; রাত্রি ভালই কাটে।
০৮ মে, ২০১৮
ধানমন্ডি, ৯/এ