আমাদের আবার দেখা হবে
কোন এক চৈত্রের শেষে,
টুপটাপ বৃষ্টি নামার বেশে
অথবা কোন এক হিজল বনের দেশে।
আমাদের দেখা হবে
রাত ভোর হলে,
আমাদের দেখা হবে
শান্ত সুশীতল অঞ্চলে।
আমাদের কোলাহল ছুঁয়ে যাবে
জ্যোৎস্না ভরা মাঠ,
গেরুয়া রঙের বাড়ি
হাহাকার করা বরফগলা নদী।
আমরা জেগে থাকবো রাতভর
অরন্যের পাশে,
পাখিদের সাথে, মাছেদের সাথে
নৌকার গলুই ভাসিয়ে।
আমাদের দেখা হবে সুস্থ পৃথিবীতে
আলোর মশাল জ্বালিয়ে,
টিএসসি’র মোড়ে
কবিতার উৎসবে।
আমাদের আবার দেখা হবে
পাহাড় টপকে, আকাশ ছুঁয়ে লাখো জনতার ভিড়ে,
আমরা বেঁচে থাকবো পরম মমতায়
অজস্র ভালোবাসা ঘিরে।