দূর বহুদুর পথ চলে যায়,
কত সহজেই, সহসায়।
দুয়ার এঁটে ঘুমিয়ে আছো তুমি।
জানি না হবে কি আর কখনও দেখা।
দূর নক্ষত্রে হবে অবাক ভ্রমণ,
আলোক ছটা ছুটে ছুটে যাবে চারপাশ-
অবাক কল্পনায় শুধু আমরা দুজন।
হৃদয়ের জানলায় কড়া নাড়ে বারবার
হাহাকার করা উত্তাপ;
বারুদের গন্ধে নিঃশ্বাস হয়ে ওঠে ভার।
মাথার উপরে আসমান
ঢেকে রাখে তোমাকে আমাকে,
শুধু তোমাকে দেখি না আমি প্রিয়।
কত বসন্ত চলে যায়।
তক্ষক ডাকে চুপচাপ
বর্ষায় ভেজা মেঘ কাঁদে,
দুকুল ছাপিয়ে ওঠে প্লাবন
মহাকাল ক্ষয়ে ক্ষয়ে যায়।
অথচ তোমার সাথে সহস্র বছর দেখা হয় না।
কত পথ শেষ হয়ে যায়।
মৃত চোখ চেয়ে থাকে তবু;
দিনান্তের পথ ফুরাবে-
অপেক্ষা শেষ হবে না।
তোমাকে পাওয়া হবে না।
প্রিয়তমা, ভালবাসি বলা হবে না।