মনে পড়ে তোমার..??
কতবার আমরা ভালোবাসি কথাটা একে অপর কে বলেছি
রাত জেগে জেগে ফিসফিস করে আগামীর সব স্বপ্ন বুনেছি,
হাতের মাঝে হাত রেখে ঘণ্টার পর ঘণ্টা পাশাপাশি হেঁটেছি
মেসেঞ্জারের প্রতিউত্তর সাথে সাথে না আসলে কত অস্থির হয়েছি..!!
হাতিরঝিলের প্রথম দেখাতে তোমার মায়ায় পড়ে ভালোবেসে ফেলেছিলাম
এক কাপ মিল্কশেক আর এক কাপ কফি নিয়ে পাশাপাশি বসে সময় কাটিয়েছি
আমরা প্রেম করেছি..!!
তোমারই দেওয়া পাঞ্জাবী পড়ে তোমার সাথে ঢাকা শহর ঘুরে বেড়িয়ে আমি তোমার প্রেমিক হয়েছি,
আমার সব আবদার মেনে নিয়ে তুমি আমার প্রেমিকা হয়েছো।
মনে পড়ে তোমার..??
তুমি আকাশ দিলে
আমি সমুদ্র দিলাম
দেনা পাওনা মিটে গেলে আমরা কথা হারালাম।
অভিমান সব অভিযোগ হয়ে গেলো
আবদার সব ন্যাকামো হয়ে গেলো,
ভুলগুলো সব কুড়িয়ে পাহাড় গড়া হলো
ভালোলাগা গুলো হঠাৎ করে শিকল মনে হতে লাগলো।
আমাকে না জানিয়ে নতুন সম্পর্কে জড়িয়ে গেলে
জানতে চাইলে তুমি স্বাধীনতা চাইলে
অতঃপর বিচ্ছেদ টেনে নিলে তুমি।
মনে পড়ে তোমার..??
ধানমন্ডি ৩২ লেক থেকে সন্ধ্যাবেলায়
খুব স্বাভাবিক ভাবেই তুমি বিচ্ছেদ করলে
আমি বলেছিলাম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না
আর তুমি বললে - দুই এক মাস খারাপ লাগবে পরে সব ঠিক হয়ে যাবে,
কত সহজেই কথাটা বলে দিলে...!!
তুমি আমাকে প্রাক্তন খেতাব জুড়ে দিলে
তবে অভ্যাসের বাঁধন ছিঁড়ে যাওয়ায় ব্যথা অনুভূত হয়,
একসময় সেই ব্যথা সেরে যায়
তখন একটা ঘোলাটে ব্যাপার স্পষ্ট হয়ে যায়।
জানো কি সেই ব্যাপার..??
তুমি মূলত প্রেমে পড়েছিলে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি বলেছিলে
তবে ভালোবাসায় বাঁধা পড়োনি তুমি
তাই তুমি সম্পর্কে স্বাধীনতা চেয়েছো..!!
তুমি ভালোবাসি নি আমাকে..!!
তাই হয়তো খুব সহজেই তুমি দেনা পাওনা চুকিয়ে দিয়েছিলে
অথচ ভালোবাসা হিসেব বোঝেনি তুমি।
তুমি ভালোবাসা কি অনুভূতি বুঝো নি
তাই তো সঠিক ভুল নিয়ে বিলাপ করেছো,
অথচ ভালোবাসা সঠিক ভুল বোঝে না
ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটাকে বোঝে।