আবু সাঈদ,আসিফ,রাফি,ওয়াসিম ও আদনান,
এ যোগের অকুতোভয় বীর যোদ্ধারা যারা হাসিমুখে দিয়ে গেলেন প্রাণ।
নাম না জানা আরো কতশত বীর প্রাণ বিলীয়ে দিয়েছেন অকালে,
অধিকার আদায়ে বিন্দুমাত্র ছাড় দেননি দাবী একটাই কোটা সংস্কারের।
বায়ান্ন কিংবা একাত্তরের প্রতিবাদী কন্ঠস্বর দেখা গেল চব্বিশে কোটা আন্দোলনে,
আবারো বিজয় তাদেরই হলো যারা মরণকে জয় করতে জানে।
বন্দুকের নল দিয়ে থামানো যায় না ন্যায্য অধিকার,
ইতিহাসে নতুন করে এ নিয়ে লেখা হবে আবার।
নতুন প্রজন্ম নিয়ে অনেকের মাঝেই দেখা দিয়েছিল উদ্বেগ উৎকন্ঠা,
ভুল প্রমানিত করল তারা বিলীয়ে দিয়ে নিজের জীবনটা।
মানুষের অধিকার আদায়ে মোবাইল ছুঁড়ে দিয়ে উঠতে পারে এ হাতে লাঠি,
অন্যায় হতে রক্ষা করবে লাখো শহীদের রক্তে অর্জিত মাটি।
ওরা আমাদের গর্ব ওরাই আমাদের নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা,
দেশের স্বার্থে জীবন তুচ্ছ প্রমানে একটুও পিছপা হলো না।
মা, মাটি, দেশ যাদের কাছে প্রাধান্য পেয়েছিল সবার আগে,
তারাই মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন যোগে যোগে।