নতমস্তকে হঠাৎ রাজা বিড় বিড় করে বলিল
পন্য খানেক এনে দাও তারে-
টুঁটি চাপা দাম নিও!
শুনে প্রজা কয় "পারুম না দিতে"
এতো দাম সহ রত্ন-
অট্ট হাস্যে ভরে গেল ঘর, আর বলিল-
তাহলে,গর্দান খান দিও?
থরথর করে কাঁপে প্রজাগন,
শুনিয়া রাজার বাণী-
চরমোল্লাসে নর্তকী নাচে-
সাথে, পিক্ দান  সহ সুরা-পাণী।
হঠাৎ বেসুরো!
কে যেন কয়-"রাজার নেইকো বস্ত্র"
শুনে রাজা কহে, "ধরে আনো তারে"
গলে দাও তার "ফাঁস"
ঠিক্ বলেনি কো দেশের কিশোর-
মৃত্যুই তার পরিহাস!
দিল সেঁটে তার কঙ্কাল পিঠে!
চরম শিক্ষার গান-
প্রজাগন তবু ধরেনি কুঠার!
রাজার প্রতি ই প্রাণ?
তারি মাঝে কিছু, করেছিল ক্ষোভ!
দেশের কিশোর হয়ে-
সেই দেখে রাজা প্রহরী নামায়
ক্ষমতার লোভ পেয়ে!
আজ ও মেলেনি সেই উত্তর!
রাজার বদন হতে-
তবু প্রজাগন জয়গান গায়!
ক্ষমতার পদ পেতে!
রাজা ল্যাংটো! দোষ নেই তাতে?
যত দোষী, ঐ দেশের বালক!
ভেঙে পড়ে ঘর, কাঁদে তারস্বর-
সব ছাড় তার, সে যে "ক্ষমতা পালক"!