উষ্ণয়ন যুগে ফিরে আসুক প্রাণ,
দিকে দিকে!
সবুজের রোশনাই এ যাক ভরে,
পৃথিবীর কোনাগুলো!
শেষ হোক ওর্য়ামিং র ধোঁয়াটা,
সবুজের গাড়িটাও ছুটুক-
এসো!
প্রতিষ্ঠা করি প্রাণখানি;
ঐ নবকল্লোল সাথে।

গ্লোবের ব্যখ্যাতেও সবুজায়ন ফুটুক-
ফিরে পাক প্রাণ জঙ্গলটাও!
এসো!
ধোঁয়াশাটা মুছে দিয়ে আনি,
সবুজের মেলা!
ধরিত্রীর খোয়ানো ইতিহাসটা-
ফিরে আসুক সবুজায়ন সাথে!
সবুজের কুঁড়ি তে ভরে যাক;
নিঃশ্বাসের শেষটাও।

এসো!
প্রতিষ্ঠা করি ছোট্ট চারাগাছ গুলো!
যারা ফিরিয়ে দেবে একদিন-
বিশুদ্ধ নিশ্বাসটা!
যারা মুছে দেবে পৃথিবীর গ্লানি,
এনে দেবে ফিরে-
পৃথিবীর প্রাণ।।