শূন্য মহাকাশে মিশে গেছে যানজট,
দুচাকা কিম্বা চার চাকা সবটাই ফেল তাতে,
আকাশের তারাগুলো আঁকি বুকি কেটেছে,
ঐ যানজট আড়ালে।
মহাকাশ দেশে আজ আগুনের পাখিটা,
সেও তবে মৃত! নেবুলা র ছোঁয়াতে;
বিদ্রোহী তারাদের গিলে খায়,
অস্থি র সেন্টারে।
শূন্য মহাকাশ,
মিশে গেছে ছায়াপথ হদিশে-
স্পেশ স্টেশনের কিনারায়,
সেও ফেলেছিল ছাপ,
হয়তো বা নিমেষে-
যানজট কাটিয়ে, নোটবুক সীমানায়।
হিলিয়াম ঝড়েতেও দুঃসাহসী অভিযান;
ঠিক যেন গল্পের টিন-টিন!
কখনো বা একরোখা মোড়কে-
এঁকেছিল ছবি সে ও;
হাইড্রোজেন প্লাজমায়, কার্মান রেখাতে!
মেপেছিল বহু ম্যাপ,কেলভিন এককে।।
শূণ্য মহাকাশ-
যানজটে নভোখেয়াযান, নিউট্রিনো ধূলিতে!
আকাশের তারাগুলো আঁকি বুকি কেটেছে-
দুচাকা কিম্বা চার চাকা, সবটাই ফেল তাতে।।