দাউ-দাউ করে জ্বলছে, কিসের আগুন?
পেটের না ঐ সাজানো চিতা টা!
না, ঐ সাদা কাগজে মোড়া সিগারেট টা?
তবে জ্বলছে আগুন, ঐ শিখা তার প্রমাণ।
আর ঐ আর্তনাদ শুনতে শুনতে,
কখনো মনে হয়!
শুরু ও নেই আর শেষ ও নেই!
ঠিক যেন আত্মাহুতি,ঐ লেলিহান শিখায়।
একমুঠো অন্নের আশায়।
দপ্ করে জ্বলে ওঠে,
ওভেনে আগুন ধরার মতো,
নাঃ এ যেন দাবানল,
ছাড়-খাড় করে দেয়, ঐ অভুক্ত পেটের শিকল।
আর ঐ আগুন, জ্বলছে আর জ্বলছে!
বিরামহীন, যেন চির প্রতিজ্ঞ,
আর ঐ আর্তনাদ?
সে তো পরিহাস মাত্র,
হাসছে আর বলছে "একমুঠো অন্ন" ।।