দম্ভ আবেগের শেষ রাস্তায়,
যদি কখনো দেখা হয়, তবে-
সেলোফেনে মোড়ানো বুলেটের ছোঁয়াটা-
একরাশ নিকোটিন সাথে মিলাবে।
ঐ চৌ রাস্তায় ট্রামলাইন বেয়ে,
তুমি যদি গিয়ে থাকো রক্তাক্ত হয়ে-
দেখে নেবে,
বুলেটের গতি টা ঠিক চিনে নেবে!
তোমায় !!
স্ট্রবেরির জেলিটা,
প্ল্যাটফর্মের শেষ দিকে-
বারুদের মশলায়,
হয়ে যায় ঠিক ফিকে-
সেলোটেপে বাঁধা থাকে হিসেব নিকেশ!
ভবিষ্যতের বক্তারা-
পাল্টায়!
পিয়ানোর সুরটাও অচেনা-
মশলার রংটাও ঠিক যেন কালচে!
কার্টিজের বাঁধনে আগুপিছু জড়ানো-
বুলেট টা ঠিক চিনে নিয়েচে!
বায়োগ্লোবের অপব্যাখ্যায়-
গরুটাও হাল আর ধরেনা!
সেলোফেনে মোড়ানো বারুদের ছোঁয়া টা,
আর কাছে আসে না !!
ঐ চৌ রাস্তায় ট্রামলাইন জুড়ে-
সেলোটেপে বাঁধা যত হিসেবের খাতা-
ভবিষ্যতের বক্তারা পাল্টায় শুধু-
স্ট্রবেরীর জেলিটা প্যাল্টফর্মেই পাতা ।।
দম্ভ আবেগের শেষ রাস্তায়,
যদি কখনো দেখা হয়, তবে-
সেলোফেনে মোড়ানো বুলেটের ছোঁয়াটা-
একরাশ নিকোটিন সাথে মিলাবে।