সম্পর্কের মায়াজাল ভেঙে
এক দিন ছেড়ে যেতেই হবে
অনন্ত কালের জন্যে।
কিছু সম্পর্ক কেবল
সত্তার মাঝেই বিদ্যমান,
আর কিছু জাতি সত্তা দ্বারা নিয়ন্ত্রিত।
আবার কিছু সম্পর্কের রেশ
থাকে সারা জীবনভর,
আর কিছু সম্পর্ক পলকেই
হারিয়ে যায় কালের গর্বে,
কিছু সম্পর্ক অটুট থাকে,
কিছু মচকে যায়।।
আবার কিছু স্মৃতির পাতায়
লিপিবদ্ধ রয়ে যায়।
নিয়তির পরিণতির শেষ অধ্যায়
দাঁড়িয়ে কেবল দীর্ঘশ্বাস! অপেক্ষা,
অপেক্ষা সেই দিনের
যে দিন সময় স্রোতের গতিপথ
ভিন্ন কোন এক মোহনায় উপনীত করবে।
আর আজ,
আজ হেঁয়ালি মাঝে মরুর মৃত্তিকা
স্রোতের মোহে মাতাল
অগোছালো হয়ে পরা সেই গুচ্ছ হৃদয়,
কল্পিত বাসনার ঘোরে
আপন মনে ভেবে চলছে,
ভাবছে আর ভাবছে
হয়ত আজ আমি কাল থাকব না
কিন্তু রেশ থেকে যাবে
আদৌ কি থাকবে? নাকি হারিয়ে যাবে
কোন এক পাতালপুরিতে।।