ক্ষণিকের জীবন নদীতে যখন নতুন বাক আসে,
সময় স্রোতের দিক ও গতির পরিবর্তন হয়
তখন ই পারিপার্শ্বিক তার সাথে
নিজ সত্তার নতুন রূপে পরিচয় হয়।
এই পরিচিতি কখনো হয় সুখময়
কিংবা মর্মপীড়ায় ছেয়ে যায় মন।
এই গ্লানি ভেসে যাক জল তরঙ্গের অতলে,
আর তখন আমি ভেসে যাব স্রোতে,
নতুন পলী তে ভাসবে চর।
দূর বহু দূর থেকে সাদা ঢেউ আছড়ে পরবে তীরে, ঢেউয়ের তরঙ্গ আর বাতাসের কল্লোলে মাতোয়ারা হবে তট।
আর বালির বুক চিরে উঁকি দিয়ে উঠবে সবুজ,
ক্রমশ ছেয়ে যাবে বালি।
তখন সবুজের ঘিরে আমাকে আর চোখে পরবে না,
আমি থাকব আকাশের নীলে,
দূর বহুদূরে কালো মেঘেদের কোলে,
কখনো শ্রাবণের ধারায় ঝড়ে পড়ার তাড়নায় ভেসে যাবো পবনে,
কিংবা শিশির কণা হয়ে লেগে থাকব কোন পল্লবে।