বড়ো অদ্ভুত এই সময়
কালচক্রে ছোটায় বারম্বার।
একসময় মানুষ, মানুষ ছিলনা,
ছিল না, পরনে কোনো বস্ত্র,
চক্ষু পলক লাজ,
ছিল না, পরিবার জ্ঞান।
বড়ো অদ্ভুত এই সময়
কালচক্রে ছোটায় বারম্বার।
এবার মানুষ, মানুষ হলো,
এলো পরনে রঙিন বস্ত্র,
চক্ষু পলকে লাজের ছোঁয়া,
দলবেধে পরিবার হবার জ্ঞান।
বড়ো অদ্ভুত এই সময়
কালচক্রে ছোটায় বারম্বার।
তবে এখন, মানুষ আধুনিক,যন্ত্র তন্ত্রে চলে,
এখন গুপ্তবন্ধু উকি দেয়, অশ্রিল বস্ত্রে,
লাজ লুপ্তঅঙ্গ, প্রকাশ করে কল্পনাতে,
এরা একত্রে নয়, একাই পরিবার।
বড়ো অদ্ভুত এই সময়
কালচক্রে ছোটায় বারম্বার।
এক থেকে শত করে
আবার সেই এক-এ নামে।।