মনে পড়ে...?
সেই ছোট্টবেলার কথা,
হঠাৎ'করে কল্পনায় বড়ো হওয়া,
গাড়ি চরা, ইচ্ছামত দেশভ্রমন ।
সে যেন এক অদ্ভুত স্বাধীনতা
বাঁধন ছাড়া উড়ন্ত পাখির মতো ।
মনে পড়ে...?
আজকের এই আধুনিক জীবনপূর্বের
এক অসাধারণ প্রাকিতিক বন্ধন ।
কত্ত খেলায় না খেলতাম- চোরপুলিশ,নুনদারি,
কানামাছি, আর সেই পুতুল ঘর ।
আরও যেনো কত্ত খেলার আবিষ্কার ।
মনে পড়ে...?
কালবৈশাখীর বিকেলে আম কুড়ানো,
বাড়ি ফিরে মায়ের অদ্ভুত চোখরাঙানি ।
বর্ষার দিনে রাস্তার ওপর জলপুকুরে
লাফিয়ে লাফিয়ে বস্ত্র ভেজানো,
মারের ভয়ে লুকিয়ে বেড়ানো ।
মনে পড়ে...?
কারেন্ট গেলেই জ্বলত লন্ঠন,
ফুঁ দিয়েই ছুট,পড়া বন্ধ ।
স্কুল কামায়ের সে কত্ত অজুহাত,
কখনও জ্বর,আবার কখনও পেট ব্যাথা ।
তবে, কোনোটাই কাজে দিতনা ।
মনে পড়ে...?
কলেজের সেই প্রথম'দিন,
চেনা অচেনা মুখের ভিড়,
মনপ্রানে স্বশরীরে বড়ো বড়ো ভাব ।
অকালপক্ক প্রেমগুলি যেন লক্ষ্য খোঁজে,
আর নিজের, প্রেমসঙ্গীর অভাব ।
মনে পড়ে...?
তার সাথে প্রথম দেখা,
চোখে চোখ রেখে, তার আলতো হাসিতে
মন হারানো, তারপরে
হাতে হাত, কাধে মাথা,
আর অফুরন্ত অর্থহীন গল্প ।
মনে পড়ে...?
হটাৎ তার চলে যাওয়া,
অন্য কাধে মাথা রেখে তার প্রেমের বহিঃপ্রকাশ ।
তাদেখে অন্তর কাদানো,পরক্ষণে
তার ঠোঁটের হাসি দেখে,
সেই, ভালোই আছে, মন ভুলানো ।
মনে পড়ে...?
হ্যা,মনে পড়ে ।
সময়ের কালক্রমে সে এখন বড়ো,
ব্যাস্ত জীবনদশা, ক্লান্তির রাত্রিপ্রহরে
একাকিত্ব গ্রাস করে, তার স্মৃতিগুচ্ছ ।
তারাখসা অশ্রুধারা ।।