জীবন যখন শূন্যতরে,
মাত্রাহীন, আশাহীন, অর্থহীন!
নিরব রাত্রে অশ্রু ঝরে,
বুকপাজোরে অজস্র ব্যাথা।
তার সাথে কাটানো সময়,
তার দেওয়া প্রেমের উপহার,
তার সাথে যত প্রথম স্মৃতি,
আজ আস্তাবলে, করে হাহাকার।
জীবন এবার শেষ পর্যায় -
রাত পেরোলেই পরলোক!
হটাৎ, আগমন তার।
অদ্বিতীয়া দ্বিতীয়।
এক মুহুর্তে মনে হতো, এটা সম্ভব নয়,
এক মুহুর্তে মনে হতো, অসম্ভবও নয়।
তার চলে যাওয়া, দ্বিতীয়ার আগমন,
কাকতালীয়, তবে কাকতালীয় নয়।
তার চোখ জুড়ে হাজার স্বপ্ন,
মুখমণ্ডলে আমাকে হারানো ভয়,
শরীর জুড়ে যত পাগলামি-
আমি হিনা, তার জীবন যেন অশান্তি!
ভালোবাসা ছাড়া, উপায় কি?
স্বপ্ন জুড়ে যার কল্পনা,
এই তো সেই পাগলী;
ক্ষতি কি? সে হোকনা, দ্বিতীয়া।
যার সঙ্গ দোষে
অতীত, কষ্ট, দুঃখ ভোলা যায়;
খুশি থাকা যায়, ভালো থাকা যায়,
ক্ষতি কি? সে হোকনা, দ্বিতীয়া।
পায়েল সুরে নৃত্য উঠে,
মনের টানে সতি জাগে;
অলক্ষ্মীর বিদায় হলে -
লক্ষ্মীর আগমন ঘটে।