বড়ো অপরাধ করেছি আমি, বুঝল না কেউ,
অন্তরের গভীরে কাঁদে আমারই এক অনুভূ।
এক নিমেষে হারালাম সব প্রিয় মুখের হাসি,
অভিমানে জমে আছে চোখের অশ্রুর কুয়াশা।

বোঝাতে চেয়েছিলাম কত, শোনেনি কেউ কথা,
মনের যত্নে সাজানো স্বপ্নগুলো হলো ফিকে।
প্রতিটি শব্দে খুঁজেছি একটু শুধু সান্ত্বনা,
পেয়েছি শুধু তিরস্কার আর নিরবতা।

শূন্যতার দহন গায়ে মেখে একা দাঁড়িয়ে আছি,
একমাত্র বন্ধুটি যেনো আজ হাওয়া হয়ে গিয়েছে।
নিজের ভুলের ভারে আজ আমি নুইয়ে পড়েছি,
নিঃস্ব মনে চলছে খোঁজ আরেক নতুন পথে।

একা হলাম, তবু কী জানি মনে কিছু আশা,
অভিযোগের পাহাড় পেরিয়ে, পাবে বুঝি ভালোবাসা।
অপরাধ যদি হয় মোর, ক্ষমা করো সবার চেয়ে,
তবু হৃদয়ে রেখো আমাকে, একটু ভালোবেসে।