সংকোচিত বাতাস বইছে না আর,
নির্বাক আগ্রহে চেয়ে থাকে সংসারী মন।
রাতের ইজেলে ভেসে আসে
দ্রুত ট্রেনের নিমিয়াস হুইসেল,
বাতাসের স্তর ভেঙে, শব্দপ্রবাহে,
কম্পাঙ্কের অকস্মাৎ ডপলার শিফটে।
মেঘের ক্যালিগোসাস বক্ষে জমেছে
তোমার ভেজা মনের প্রলেপ।
ছিন্ন কিছু পান্ডুলিপি জমেছিলো
আমার চিলেকোঠার কোয়াসাস কোণে,
বিষাদের চূর্ণে আজ ক্ষতবিক্ষত
নীলাভ শিরার প্রেমিকের দেহ।
দারিদ্র, অন্ধকার, ক্ষুধার তাড়নায়
জোনাকি জ্বেলেছে সাঁঝবাতি!
রিক্ত শিল্পীর জায়মান প্রকোষ্ঠে
উপলব্ধিরা লেখে শোকগাঁথা।
কাব্যগরিমা অপরাহ্নে বিলীন হলো
অন্তিম জালকের শেষ বুনটে
নির্বিকার কিছু মাস্টারপিস
আজও পরে থাকে যুগান্তের অপেক্ষায়।