বপ্রে প্রলম্বিত থাকে ওই পরিখা-দিনপঞ্জি,
আষাঢ়ে মাস গেল, ফুলের সাজি শুকিয়ে
মৌবনে দিগ্ভ্রষ্টারা ঘনিষ্ঠ সঙ্গমে মত্ত !
পৃথিবীতটে, আর্জেন্টিনীয় পম্পাসভূমিতে
অল্প কিছু দৌর্বল্য বাসা বাধে, বিবেক পীড়নে,
হিমবাহটির ক্রেভাস পূরণে, অবক্ষিপ্ত ধবল,
প্রতিবিম্বের অহরহ অবচেতনায় সাড়া কাড়ে।
রুদ্র পলাশ ফুটে ওঠে, জার্কোনিয়ামের ত্বকে,
স্তব্ধ গুঞ্জনে অহর্নিশ কলিকুঞ্জ, ক্ষণস্থায়িত্বে।
বিবাদহীন ঘরের বন্ধন ওই ঘোড়াগুলি ছিন্ন করে,
খেদহীন নিরুলেক্ত খুরে চষে বেড়ায় বহ্নিতট।
স্রোতস্বীনি বাতাসের অ্যাডট্রিটাস প্রবাহে
আজ পুনঃপুন শাবকস্নান, বেগনিয়ার ঢালে।
গুলমোহরের সৈন্ধব লবণে বিব্রত লেহন,
উদ ভেদ করে ওঠা কিছু ফণার তীব্র শীষ,
বৃদ্ধাঙ্গুষ্ঠে মুদ্রিত দংশনের অনৈচ্ছিক ইঙ্গিত,
প্রফুল্লিত জ্যোতিষ্কনিকার অনাহুত আগমন
আর মসৃণ শ্রোণির ছন্দপতন,ঈষৎ সঞ্চরণে।
নিষ্প্রভ অচ্ছদপটলের রড কোশে জমা তেজ
আজ অক্ষিপটে দীপ্তিমান, ক্যানডেন্স প্রবহনে।