তুমি এক নারী !
তোমাকে কখনোই ঘৃণা তে রাখা যাবে না,
না যাবে অবহেলাতে, আর না যাবে অভিশাপে ।
তুমি নিজেকে সেভাবেই প্রকাশ করো না কেন,
তুমি সবসময় আমার ভালোবাসাতেই থেকে যাবে।

১৭ দিন/পৃষ্ঠার সংক্ষিপ্ত অনুচ্ছেদ ।
July 25, 2023