আজ রাত, কাল রাত হতে হতে সব রাতে-ই ছিলে তুমি ।
জোর করে ঘর থেকে বের করার,
দরজার কপাটের বিকট শব্দ ছিলে তুমি ।
আজ এখানে ছিলে,
কাল ওখানে ছিলে . . . .
মিশে ছিলে কিছুটা আনন্দে ।
কিন্তু বেদনায় অনেকটা বেশি ছিলে ।  
প্রত্যেকটা নিঃশ্বাসে ছিলে, কিন্তু বিশ্বাসে অনেকটা দূরে ছিলে ।
ছিলে মিথ্যার কাছাকাছি, সত্যের হাহাকার ছিলো অনেক বেশি ।
আমার শত দুঃখ, বেদনার প্রত্যেকটা দিনের কারন ছিলে !
একদিনের খারাপ থাকার বারন ছিলে । রাত জাগার সাথী ছিলে,
দূর থেকে দেখা একটা স্বপ্ন ছিলে ।
_____  আমার সর্বক্ষনের দূর্বলতা ছিলে, আছো,
হয়তো চাইলেই থাকবে তুমি । কত যে অনিশ্চয়তা সাথে নিয়ে
তোমায় এখনো ভালবাসি আমি ।