নামাজের শেষ মোনাজাতে তোমারে যেভাবে চাইছিলাম। বাকিরা সবাই আমারে এমনভাবে দেখছিল যেন সৃষ্টিকর্তা আমায় সেটা দিয়ে দিলে, ওদেরকে দেওয়ার মতো তার কাছে আর কিছুই থাকবে না ।

অথচ তার ভান্ডার অফুরন্ত ।।।