তুমি হাজার বার যদি ফিরে আসো শরীরে হাজারটা দাগ লাগিয়ে, তবুও আমি বলবো, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই । তোমার কোন দাগ, আমাকে তাক লাগিয়ে দিতে পারবেনা । কারন আমি তোমায় পাগলের মতো ভালোবাসি । একজন পাগলও নিজের কথা ভাবে,
আর আমি নিজের বলতে শুধু তোমাকেই ভাবি ।
১৭ দিন/পৃষ্ঠার সংক্ষিপ্ত অনুচ্ছেদ ।
July 30, 2023