আমার ক্ষতবিক্ষত জীবনে, সত্য আলোর প্রদীপ হয়ে এসে আবার চলে যাওয়া প্রত্যেকটি নারী হয়তো অনুশোচনায়।। কোন নারীর প্রেমময় নিবেদিত আলোর খোঁজে আমিও থেমে থাকি নি, থেমে থাকে নি সময় ।
এতটুকু ভালোবাসার জন্য মন অস্থির না করলেও স্থির থাকেনি ! আমি প্রত্যেকটি সময় ব্যস্ত থেকেছি, প্রত্যেকটি শহরে নিখোঁজ ভালোবাসার লিফলেট বিলিয়েছি । গত কয়েক বছর ধরে, আমি স্বপ্নে ভেসে গেছি স্রোতের বিপরীতে ।