কাল রাতে আমি কোথায় ছিলাম।
আকাশে ?
আকাশে থাকলে পুরো পৃথিবী টাই দেখতে পেতাম।
চাঁদে থাকলে তার গাঁয়ের কালো দাঁগের রহস্য জানতে পারতাম।
তাহলে আমি কোথায় ছিলাম? নাকি সুন্দর কোন রমনীর সাথে নরম বিছানায় কাঁটিয়েছিলাম একটি দীর্ঘ রাত।
সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আমার বাহুতে সেই রমনীর আগমন ঘটেছিলো কি সেই রাতে? খোলা জানালা দিয়ে কে ঊঁকি মেরেছিলো, আকাশের বুকে থাকা চাঁদের আলো? রাত শেষে ভোরবেলায় সুন্দরী রমনীর কি আফসোস হয়েছিলো ? ইস! রাতটা অনেক ছোট ছিলো ।