শেষ ট্রেনটা চলে যেতে পারতো
যেমন করে তুমি গিয়েছিলে তোমার ঘৃণ্যকে ছেড়ে,
তেমনি ভাবেই হয়তো, হয়তো বা।
.
ঐ ট্রেনটা চলে যেতে পারতো
এই মফস্বলের স্টেশন ছেড়ে,
যেমন করে মধ্যবৃত্তের স্বপ্ন যায় চলে
তেমনি করেই, তেমনি করেই হয়তো।
.
এই ট্রেনটাও চলে যেতে পারতো
তার গন্তব্যের দিকে,
যদি কারখানায় তালা না পোরতো
তাহলে চলেই যেত,যেতই হয়তো।
.
প্রেমিক ট্রেনটা চলে যেতে পারতো
আমার হৃদয় ছেড়ে,
যদি তলায় না পড়ে থাকতো
হাড়ভাঙা এক বেকার, মধ্যবৃত্ত, প্রেমিকের মৃতদেহ।