যে ঘরে হাত পেতেছিলি, যে হাতে হাত রেখেছিলি,
আজও তা শূন্যে ভাসে, কিঞ্চিৎ অন্ধকারে।
মাঝ রাত্রে ডাইনি এসে, চোখটা টেনে ধরে।
পশ্চিমে মেঘের ভয়ে, সারা রাত্রির চাঁদ ওঠেনি।
ঘরে তে ধোঁয়ার মাঝে, কে যেন ফুঁপিয়ে কাঁদে
ভয়েতে চোখ খুলিনি, খুলিনি দরজা!
বিশ রাত্রির ঘুমাতে পারিনি, একঘেয়ে এ সজ্জা।
বৃষ্টি থাম এবারে, ঘুরে আসি একটু পথে।
পথেতে একলা চলি, আকাশ এখনো কালো,
হটাৎ দেখি মেঘেরা ঘেরে ধরেছে আমায়,
আমি ছুটে চলে যায় পাহাড়ের গা বেয়ে।
উফফ! অন্ধকার, আকাশ ফুটো করে নাবাও আলো।
কে দাঁড়িয়ে মোমবাতি জ্বেলে? কি গান গায়!
না যাবোনা কাছে, যদি বেদিনী রক্ত চোষে ঠোঁটে!