ভালোবাসা তূমি কী?
তুমি কি বসন্তে গজানো নতুন পাতা?
নাকি তুমি শীতের নির্জন রাত্রির শেষে
বসন্তর ফুলের গেন্ধে ভরা সকাল?
নাকি হেমন্তের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে
চলার অনুভুতি?
ভালোবাসা তুমি কি?
তুমি কি গ্রীষ্মের বিকালের শীতল দক্ষিণের বাতাস?
নাকি তুমি শরৎ এর আকাশ?
নাকি হেমন্তের কুয়াশায় ভরা স্কাল?
ভালোবাসা তুমি কি?
তুমি কি বয়ে যাওয়া নদীর স্রোত?
নাকি তুমি দিশাহারা পথিকের খুঁজে পাওয়া পথ?
নাকি মরুভুমিতে হারিয়ে যাওয়া যাত্রীর
খুঁজে পাওয়া মরুদ্যান?
ভালোবাসা তুমি কি?
তুমি কি দুটি নদীর মিলন স্থল?
নাকি তুমি শেষ বাস ছেরে যাওয়া যাত্রীর
একা হেঁটে যাওয়ার জাত্রা?
নাকি বৃষ্টির আশায় বসে থাকা ছাতক?
ভালোবাসা তুমি কি!?
তাহলে কি তুমি এই গুলো সব'ই!?
ভালোবাসা তুমি কি!!?