তারপর!?
তারপর আর হয়নি দেখা
রাত্রির আকাশ মেঘে ঢাকা,
এক ঘেঁয়ে সেই বদ্ধ ঘরে
বৃষ্টি বদ্ধ দ্বারে আঁচড় কাটে বারে বারে।
গল্প গুলো গুছিয়ে রাখি
এই আবার ঝড় উঠলো বুঝি,
ধূসর মেঘে আকাশ ঢাকা
ভাবনা গুলো পায়না গভীরতা।

তারপর!?
তারপর সে অনেক কথা
বাকি গল্প আর হয়নি লেখা
বাক্য হারা সে কাগজ গুলো
খুঁজছে আজও কালির ছোঁয়া।
উবে যাওয়া সেই গন্ধ টুকু
আজও ভাসে কোনায় কোনায়
গুছিয়ে রাখা সে গল্প গুলো
হয়নি আর পড়ে শোনানো।

তারপর!?
তারপর!
তারপর সে অনেক কথা
রাত্রি শেষে আর তার পাইনি দেখা!