সাগরের চোরা স্রোতে ভেসে গিয়ে
মহাসাগরের নীল সীমানায়
ধীরে ধীরে বিলীন হচ্ছে
বেঁচে থাকার শেষ ইচ্ছা টুকুও।
বৈশাখী হওয়া, মন এলোমেলো
বসন্তেই হাড়িয়েছে কবিতার ছন্দ।
বিদ্রুপের হাসি হাসে বিষাদ এখনো।।
বর্ষা হওয়া, আহ্লাদিত মন
জানে প্রেম, বিষাক্ত চুমু!
তবুও লোভ ঘন কালো মেঘে।।
দাবানলে পুড়ে আজও শুস্ক ছাই গুলো,
বিষাদ-অবসাদ গ্রাস হয়েছে দাবানলের মাঝে।
ভস্ম জীবাশ্ম ঘেঁটে-ঘ
বেঁচে আছে শুধু ভালোবাসাটুকু।।
💙💙💙💙💙💙💙💙